
নাছির উদ্দিন,মাদারীপুর সদর(মাদারীপুর)প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনি উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করাহয়।
প্রাথমিক শিক্ষা দপ্তরের অর্থায়নে আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধুলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘমাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও টুমচড় সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বিশেষ চাহিদা সম্পন্ন তিনজন শিশু শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, আনিসুর রহমান, সুভাষ চৌধুরীসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।