বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারের রামুর আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী ৫ম বছরে ও পবিত্র...

কক্সবাজারের রামুর আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী ৫ম বছরে ও পবিত্র হজ্জের বাংলা ভাষায় অনুবাদক নির্বাচিত হলেন।

জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার। 

বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে হজের বাণী পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এবারও ২০টির বেশি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে পবিত্র হজের খুতবার অনুবাদ। বাংলায় সেই খুতবা অনুবাদের দায়িত্ব পালন করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি। শরিয়তের আহকাম অনুযায়ী জিলহজ মাসের নবম দিন (চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন) আরাফাতের ময়দানে সমবেত হবেন হাজিরা। ওইদিন সেখানে উপস্থিত ২০ লক্ষাধিক হাজিদের উদ্দেশে আরবিতে খুতবা দেওয়া হবে। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি।

হজে উপস্থিত লোকজনের বোঝার সুবিধার্থে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানদের কাছে হজের সে বাণী পৌঁছে দিতে এবার ২০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। বাংলাভাষাভাষীদের সুবিধার্থে খুতবা বাংলাতেও অনুবাদ করা হবে। বাংলায় খুতবা অনুবাদ করবেন সৌদিতে অবস্থান করা চার বাংলাদেশি- মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী ড. খলীলুর রহমান ও মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজমুস সাকিব। ২০২০ সালে হজের খুতবার বাংলা অনুবাদ শুরু হয়। তখন থেকে এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা গ্রামের বাসিন্দা মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী। হজের খুতবা ছাড়াও তিনি পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবা বাংলায় অনুবাদ করে থাকেন। উল্লেখ্য, ২০১৫ সালে জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে পাঁচটি ভাষায় আরাফার ময়দানে প্রদত্ত খুতবার অনুবাদ প্রকল্প যাত্রা শুরু করে। ২০২০ সালে ১০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যার মধ্যে যুক্ত হয় বাংলাও। এর ধারাবাহিকতায় ২০২২ সালে ১৪টি ভাষায় এবং ২০২৩ সাল থেকে ২০টি ভাষায় অনুবাদ সম্প্রচারিত হতে থাকে। হজ ও ইসলামের শাশ্বত বাণী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিতেই মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।মোবাইল বা কম্পিউটার থেকে মানারাতুল হারামাইন : ওয়েবসাইটে প্রবেশ করে যে ভাষা নির্বাচন করলে সে ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে।

মানারাতুল হারামাইন মোবাইল অ্যাপ, আল-কোরআন চ্যানেল, আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক ও টুইটারেও তা শোনা যাবে। এই ওয়েবসাইট থেকে বিগত বছরের খুতবা ও এর অনুবাদও শোনা যাবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments