বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন।

কালিয়াকৈরে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন।

কালিয়াকৈর (গাজীপুর )প্রতিনিধি ।

‘নারী নির্যাতন অমানবিক, নারী নির্যাতন অপরাধ, নারী নির্যাতন বিরুদ্ধে গড়ে তুলি প্রতিবাদ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর খলিশাজানী সরকার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আলীমের অবিলম্বে বহিষ্কার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।

বুধবার (০৫মে)সকালে উপজেলার খলিশাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শতাধিক গ্রামবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।

মানববন্ধন সূত্রে জানা যায়,গত ১৯মে সকাল দশটায় ওই এলাকায় এক গৃহবধুকে স্কুল চলাকালে লোক মাধ্যমে তাকে ডেকে কক্ষে ভিতরে নিয়ে কূপ্রস্তাব দেয়। তাহার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হাত ধরে টানাহেঁচড়া করার চেষ্টা করে। এসময় কক্ষ থেকে বের হয়ে ওই গৃহবধূ বাড়িতে চলে যায়। ফের ২৩মে বিকেলে ওই শিক্ষক গৃহবধূর বাড়িতে যায়। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করার উদ্দেশ্যে ধস্তাধস্তি শুরু করে এক পর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তাহার ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে ততক্ষণে ওই গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে শিক্ষক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এর আগেও তাহার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় গ্রামবাসী। ওই ঘটনায় গৃহবধূ শিউলি আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

খলিশাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলিম জানান, ওই গৃহবধূ আমার স্কুলের কোন অভিভাবক নয়। এবং আমি তাকে কূ প্রস্তাব দেইনি। আমাকে হেয়পূর্ণ করার জন্য এই অভিযোগ দায়ের করেছে।

কালিয়াকৈর থানা অধীনস্থ ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় মানববন্ধন বক্তব্য রাখেন, দুলাল মিয়া, সবুজ মিয়া, মিলন মাহমুদ সহ প্রমুখ।

পরে বক্তারা শিক্ষককে ওই স্কুল থেকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments