
মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় ফ্যান দিয়ে ধান পরিষ্কারের সময় হাত বিচ্ছিন্ন হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মৃত মহিলাটি দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নের পালোপুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রওশনারা।
বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল থেকে ফ্যান দিয়ে ধান পরিষ্কারের কাজ করছিলেন রওশনারা। অসাবধানতাবশত কুলা দিয়ে ধান উড়িয়ে পরিষ্কারের সময় ফ্যানে হাত চলে যায় তার।এতে ঘটনাস্থলেই তার বাঁ হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হাত বিচ্ছিন্ন হওয়াতে তার শরীর থেকে অনেক রক্ত পড়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে।বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।