বাড়িবাংলাদেশেঢাকা বিভাগবোয়ালী কেন্দ্রীয় মন্দিরে হরিনাম কীর্তন ও অষ্টকালীন লীলা শুরু।

বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে হরিনাম কীর্তন ও অষ্টকালীন লীলা শুরু।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে ২৪ প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম কীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন কলি যুগে হরিনাম কীর্তন ছাড়া মুক্তির কোন পথ নেই। এই বিশ্বাস নিয়ে বোয়ালী গ্রামবাসী মিলে প্রতিবছর হরিনাম কীর্তনের আয়োজন করে থাকেন। মঙ্গলবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, অধিবাস কীর্তন ও মঙ্গল ঘট স্হাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

বুধবার থেকে শুক্রবার ২৪ প্রহরব্যাপী হরিনাম কীর্তন অনুষ্ঠিত হবে। হরিনাম কীর্তন পরিবেশন করবেন নিত্যানন্দ সম্প্রদায় ( খুলনা), বাসনা সম্প্রদায় ( খুলনা), রাধা রমন সম্প্রদায় ( মাদারীপুর), করুনাময়ী সম্প্রদায় ( গাজীপুর), মিনুশ্রী সম্প্রদায় ( গাজীপুর) । লীলা কীর্তন পরিবেশন করবেন প্রিতম মন্ডল ( ঢাকা), কুমারী বন্ধনা মহন্ত ( নওঁগা) সুমিতা সরকার ( নওগাঁ)।

৯ জুন রবিবার নগর কীর্তন, কুঞ্জভঙ্গ, জলকেলি ও মহন্ত বিদ্যায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।

বোয়ালী হরিনাম কীর্তন উপলক্ষে রঘুনাথপুর, গোলয়া, গাছবাড়ী, সোনাতলা, তালতলী, সিকদারচালা, বেড়াচালা, শ্রীপুর সহ আশেপাশের গ্রাম থেকে প্রতিদিন শত শত মানুষ হরিনাম শোনার জন্য আসেন। বোয়ালী উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে থাকেন। বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান, বোয়ালী ইউনিয়নের আওয়ামীয়ীলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ সহ উপজেলার ও জেলার নেতৃবৃন্দ বোয়ালী কীর্তনে আসেন।

কীর্তন উপলক্ষে বোয়ালী স্কুল মাঠে বসে বিভিন্ন ধরনের দোকান। কীর্তন আসলে বোয়ালী হিন্দু – মুসলিম সম্প্রতির এক অপূর্ব বন্ধন দেখা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments