
মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই (ঢাকা) :
আজ শুক্রবার ধামরাই ও সাভারের ঈদের কেনাকাটা সাধারণত সাভার থেকেই বেশি হয়ে থাকে। সাভারের সিটি সেন্টার, নিউমার্কেট, রাজ্জাক প্লাজ, অন্ধ মার্কেট, চৌরঙ্গী মার্কেট, সহ সকল মার্কেট গুলোতে তেমন ভীড় নেই।
নবীনগরের সেনা শপিং কমপ্লেক্স, ধামরাইয়ের রিয়াজ প্লাজা,কিষাণ প্লাজা কোথাও কেনাকাটার ভিড় লক্ষ্য করা যায়নি। ঈদুল ফিতরে অর্থাৎ রোজার ঈদে শপিং কমপ্লেক্সগুলোতে ভিড় থাকলেও ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদে ভিড় একটু কমই হয় বলে দোকানিরা মনে করেন। তারা মনে করেন মুসলমানদের দুইটি প্রধান উৎসব ঈদুল আযহা ও ঈদুল ফিতর, হিন্দুদের পূজা, বাঙালির পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ উৎসবগুলো তাদের বিক্রির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। সারা বছরের আয় রোজগার এই উৎসবগুলোর বেচাকেনা থেকেই করেন। আর সারা বছরের বেচাকেনা দিয়ে শুধুমাত্র তাদের দোকান ভাড়া কর্মচারীর বিল দেওয়া হয়!।।উপরের তথ্যগুলো আমরা সাভারেরসিটি সেন্টার এর একজন দোকান মালিকের কাছ থেকে পাই। সাভার নবী নগর ও ধামরাই ঘুরে এসে দেখা গেল এখনো ঈদুল আজহার কেনাকাটার ধুম পরেনি।
ক্রেতা ও বিক্রেতারা মনে করছেন ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহায় কেনাকাটার ভিড় একটু কমই হয়।