
মোঃ আবু জাফর, কুমিল্লা ( আদর্শ সদর) শিক্ষানবিশ প্রতিনিধি।
বিশেষ প্রতিবেদন: ঈদুল আযহাকে(১৭ জুন )সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার গরু খামারীরা। কুমিল্লার কোটবাড়ি ,কালির বাজার, সদর দক্ষিণ এবং বরুড়া উপজেলায় অনেকগুলো গরুর খামার রয়েছে। কুমিল্লায় সবচেয়ে বড় গরুর খামার বরুড়া উপজেলার আগানগর থানায় বড় হাতুয়া গ্রামে যা হানিফ এগ্রো নামে পরিচিত। এই খামারকে এক ধরনের গরুর হাট বলা যেতে পারে। খামারীরা ইতিমধ্যে ঈদ উপলক্ষে গরু বিক্রি শুরু করে দিয়েছেন। হানিফ এগ্রো থেকে চলতি বছর কোরবানিতে প্রায় ২০০টি গরু বাজারজাতকরণের প্রক্রিয়া চলছে।
খামারিরা বলছেন, প্রাকৃতিক খাবারের পাশাপাশি বাজার থেকে গরুর খাদ্য কিনে আনতে হয় তাই স্বাভাবিকভাবে গরুর দাম একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। কুমিল্লা এমনিতেই বর্ডার এলাকা। প্রতিবছর কোরবানিতে ভারত থেকে অনেক গরু আমদানি হওয়ার ফলে খামারীদের লোকসানের সম্মুখীন হতে হয়। যদি প্রশাসন এই বিষয়টাকে গুরুত্বের সহিত আমলে নেয় তাহলে খামারীরা লাভবান হতে পারবে।
কুমিল্লা নগরীর বন্দি শাহী ফার্মের মালিক জিএম নোমান বলেন, আমার ফার্মে বিভিন্ন প্রজাতির ৩০ টি গরু আছে। যার মধ্যে সেরা ৫টি গরু রয়েছে যাদের ওজন ৭শ থেকে ১২শ কেজির মধ্যে। গরুগুলোকে ভালো মানের খাবার পরিবেশন করছি এবং মাঠের সবুজ ঘাস খাওয়াচ্ছি। আশা করি সুন্দরভাবে গরুগুলোকে বাজারজাত করতে পারব এবং বর্তমান বাজার মূল্যে লাভবান হব।