বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া র‍্যাব,১২,এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

বগুড়া র‍্যাব,১২,এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া সদর প্রতিনিধি।

র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শিবগঞ্জ থানার মামলা নং-০৩, জিআর নং-২০৯/০৭ (শিবগঞ্জ) তারিখ ০৮/১২/০৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গাজীপুর এলাকায় অবস্থান করছে।

এই গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জুন ২০২৪ তারিখ রাত্রি অনুমান ২০.৩০ ঘটিকায় র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‍্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর সাকিনস্থ কারুল সুরিচালা এসএফ জিন্স লিমিটেডের মেইন গেইট এর সামনে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শামীম গাছু (৪৫), পিতা- মৃত ছানাউল্লাহ গাছু, সাং- শেউলী গাছুপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী ২০০৬ সালে ভিকটিম আনিছুর রহমানের নিকট হইতে একটি ধানের জমি বর্গা নেয়। আসামী ঐ জমিতে ধান ফলায় এবং ধান কাটার পর ভিকটিমের ভাগকৃত ধান নিয়ে আসার জন্য তার বাড়িতে গত ০১/১২/২০০৬ ইং তারিখে আসতে বলে। পরবর্তীতে ভিকটিম ধান নিয়ে আসার জন্য ঐ দিন সন্ধ্যায় তার বাড়িতে যায়। তার বাড়িতে থাকাকালীন ভিকটিমকে আসামী হত্যা করে নিখোজ করে দেয়। পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ আঃ আজিজ এর অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানায় থানায় একটি হত্যা মামলা রুজু হয় যার নং-০৩, তারিখ-০৮/১২/২০০৬ খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলাটির বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত ৩০/১১/২০২৩ ইং তারিখে ধৃত আসামীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০৬ মাসের সশ্রম কারাদন্ড সাজার আদেশ প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মামলায় ধৃত আসামী ০৩ বছর ০৬ মাস জেল খেটে জামিনে বের হয় এবং ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করতে থাকে। ধৃত আসামী গ্রেফতার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটো রিক্সা চালাতো।

এছাড়াও ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানা, বগুড়ায় সোপর্দ করা হয়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments