বাড়িবাংলাদেশেঢাকা বিভাগশরীয়তপুর জাজিরায় রাজনৈতিক সহিংসতা, মধ্যরাতে পুড়লো ইউপি সদস্যে বাড়ি।

শরীয়তপুর জাজিরায় রাজনৈতিক সহিংসতা, মধ্যরাতে পুড়লো ইউপি সদস্যে বাড়ি।

সেলিম মুন্সি,জাজিরা (শরিয়তপুর) শিক্ষানবিস প্রতিনিধি।

এক সপ্তাহ যাবং শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে চলমান সহিংসতায় অনেক হতাহত হয়েছে। সবশেষ গতকাল শুক্রবারের সহিংসতায় বর্তমান চেয়ারম্যান আ:কুদ্দুস বেপারির ছোট ভাই সিদম বেপারিসহ কয়েকজন গুরুতর আহত হয়।

যার ফলে গত রাত প্রায় ১টা বাজে পুড়িয়ে দেয়া হয় প্রতিপক্ষের জামাল মেম্বারের ৪ টি বসতঘর ও ২ টি রান্নাঘর। ঘরের পাশাপাশি আগুনে গাছপালা ও হাস মুরগিও পুড়ে গেছে। যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে উভয়পক্ষ ভুক্তভোগী মেম্বার জামাল খার পরিবারের অভিযোগ। চেয়ারম্যান আ:কুদ্দুস বেপারির ভাই নুরুল ইসলাম বেপারিসহ, তাদের লোকজন গিয়ে বারিতে থাকা মহিলাদের মারধর করে পেট্রোল ছিটিয়ে পুড়িয়ে দেয় তাদের ৬টি ঘর,অন্যদিকে চেয়ারম্যান আ:কুদ্দুস বেপারির দাবি, তারা নিজেরাই নিজেদের ঘর পুড়িয়ে দিয়ে তাদের দিকে অভিযোগ তুলছে।

বিলাসপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য জামাল খানের বারিতে শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪টি বসত ঘর ২ টি রান্নাঘর সহ, ৬টি ঘর পুড়ে নি:স্ব হয়ে যাওয়ায় তার মা হাজেরা বেগম ও তার পরিবারের কয়েক জন মহিলা আর্তনাদ করে কান্নাকাটি করছেন, সরেজমিনে পরিদর্শনে শরীয়তপুর জেলার পুলিশ সুপার(এসপি)মো:মাহবুবুল আলম ও নড়িয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার(এএসপি) আহসান হাবীব, পরিদর্শনে এসে পুলিশ সুপার(এসপি) মো: মাহাবুবুল আলম জানান চেয়ারম্যান আ: কুদ্দুস বেপারির ভাই সিদম বেপারীকে মারধরের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি।

প্রাথমিকভাবে আমরা বিলাসপুর থেকে ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।মামলার প্রস্তুতি চলছে. তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments