
মোঃফয়জুর রহমান, ফুলপুর ( ময়মনসিংহ) নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ভারতীয় বন্যহাতির আক্রমণে কোরবান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি হালুয়াঘাট উপজেলার ১নং ভূবনকুড়া ইউনিয়নের কোচপাড়া সীমান্ত এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি লাকড়ি সংগ্রহ করতে যান। তখন পূর্ব থেকে অবস্থানকৃত বন্যহাতির পালের আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। কিন্তু তার মৃতদেহ দুইদিন পড়ে থাকার পর তা পচে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা টের পান। এ অবস্থায় পুলিশকে খবর দিলে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে হালুয়াঘাট থানা পুলিশ।
এ ঘটনায় সীমান্ত এলাকার ৬ বারের ইউপি চেয়ারম্যান আলহাজ এম সুরুজ মিয়া বলেন, বন্যহাতির আক্রমণে একের পর এক নিরীহ মানুষ মৃত্যুবরণ করছে। কোরবান আলীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, বন্যহাতির পাল দীর্ঘদিন ধরে হালুয়াঘাট, নালিতাবাড়ী, ধোবাউড়া সীমান্তে অবস্থান করছে। প্রতিনিয়ত মানুষ মেরেই চলছে। ঘরবাড়ি ভাঙছে। ফসল বিনষ্ট করছে। কিন্তুু এর কোন স্থায়ী সমাধান হচ্ছে না। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন প্রাথমিকভাবে এটি বন্য হাতির আক্রমণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। হালুয়াঘাট ধেবাউরা আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সাহেব বলেন। সীমান্তের এই হতাহতের ঘটনা নিয়ে আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছি। আশা করি অচিরেই এর সমাধান হবে।