বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাগাড়ি চালিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার।

গাড়ি চালিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার।

সাজেদুল ইসলাম, রাসেল বগুড়া প্রতিনিধি।

গাড়ি চালিয়ে প্রানহানি মামলার একজন গ্রেফতার।

গত ০৫ মে ২০২৪ ইং তারিখ ভিকটিম মোঃ আব্দুস সালাম (৪৪), পিতা- মৃত আমজাদ হোসেন, সাং- শিহাড়ী, থানা- আদামদীঘি, জেলা- বগুড়া সকাল অনুমান ০৮০০ ঘটিকার সময় তার নরশৎপুর বাজারে ক্রোকারিজ এর দোকানে যায়। দোকানের বকেয়া টাকা উঠানোর জন্য দোকানে তার ছেলেকে রেখে একই তারিখ ০৯৩০ ঘটিকার সময় তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে নরশৎপুর বাজার হইতে কুন্দগ্রাম যাওয়ার পথে আদমদীঘি থানার কুন্দগ্রাম ইউপিস্থ মটপুকুরিয়া ও নিমকুড়ি রাস্তায় মোড়ে সকাল অনুমান ১০.০০ঘটিকায় ইট ভর্তি ট্রাক্টর অজ্ঞাতনামা চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে ট্রাক্টর চাকা দ্বারা পৃষ্ট করে ট্রাক্টর চালক পালিয়ে যায়। যার প্রেক্ষিতে আদমদীঘি থানার মামলা নং-৬, তারিখ ০৫/০৫/২৪ ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ রুজু হয়। যা বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে ঘটনার পরপরই র‍্যাব-১২, বগুড়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সার্বক্ষনিক সমন্বয় করতঃ ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রুজুকৃত ক্লুলেস মামলার তদন্তে প্রাপ্ত আসামী নওগাঁ সদর থানা এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ জুন ২০২৪ ইং তারিখ রাত্রি অনুমান ০১.০৫ ঘটিকায় নওগাঁ সদর থানার আদমদূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ড্রাইভার মোঃ রব্বানী (২৯), পিতা- মোঃ নূর ইসলাম, সাং- ছাতিয়ানগ্রাম, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments