বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে অবৈধভাবে পুকুর খনন করার কারণে  বসতবাড়ি ভেঙে পড়ার উপক্রম। 

পাঁচবিবিতে অবৈধভাবে পুকুর খনন করার কারণে  বসতবাড়ি ভেঙে পড়ার উপক্রম। 

এস এম শামীম হোসেন, নিজস্ব প্রতিনিধি জয়পুরহাটঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের হরিপুর গ্রামে আবাসিক এলাকার মধ্যে অবৈধভাবে সরকারের কোন অনুমতি ছাড়াই পুকুর খনন করার কারণে, এবং পুকুরের পাড় না থাকায় পাশের বাড়ির মাটির ঘর ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে,

এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার হরিপুর গ্রামের মৃত তালেব মন্ডলের ছেলে উহাব মন্ডল, সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন,

অভিযোগ সূত্রে জানা যায়, হরিপুর গ্রামের সামাদ মন্ডলের ছেলে জহুরুল ইসলাম পুকুর থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করার কারণে, পুকুরের পাড় ভেঙ্গে পড়া সহ ভুক্তভোগীর মাটির বাড়িটি ভেঙে পড়ে যায়, ভুক্তভোগী এর প্রতিবাদ করিলে জহুরুল ইসলাম একজন দাঙ্গাবাজ এবং সন্ত্রাসী, দলবল জোট বদ্ধ হয়ে ওহাবের পরিবারকে হুমকি ধামকি সহ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন,

তবে এ বিষয়ে জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ভেঙে পড়া বাড়িটি আমার জায়গার মধ্যে আছে,

উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা জানান, অভিযোগ হয়েছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments