বাড়িখুলনা বিভাগকুষ্টিয়া জেলাকুষ্টিয়া খোকসা গড়াই নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার।

কুষ্টিয়া খোকসা গড়াই নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার।

সাজ্জাদ আহম্মেদ খোকসা (কুষ্টিয়া) নিজস্ব প্রতিনিধিঃ

বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর অষ্টম শ্রেণীর ছাত্র নুসাদ আমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । কাফনের দিকে তাকিয়ে শুধু বারবার চোখ মুচ্ছিলেন নিহতের ছোট ভাই চতুর্থ শ্রেণীর ছাত্র রুসাদ আরস।আমানের মা শাহানা ইসলামকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

কুষ্টিয়া খোকসা জানিপুর পুরাতন বাজারের বোর্ড হাউজ এলাকার মিলুর ঘাটে গড়াই নদীতে নিখোঁজ স্কুল ছাত্র আমানের মৃতদেহ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে ভেসে ওঠে। এই সময় ঘটনাস্থলের আশপাশে মৃতদের সন্ধানে অভিযানে ছিল খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিকেল তিনটায় একতারপুর গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাদার পাশে তাকে সমাহিত করা হয়।

বেলা বারোটার দিকে অ্যাম্বুলেন্স যোগে স্কুলছাত্র নূসাদ আমানের মৃতদেহ তার গ্রামের বাড়ি খোকসা জানিপুর ইউনিয়ন পশ্চিম একতারপুর গ্রামে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অপরদিকে শ্বশুরবাড়ির ঘরে অচেতন হয়ে পড়ে আছেন নিহত আমানের মা শাহানা ইসলাম তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে জ্ঞান ফিরলে ছেলের জন্য আহাজারি করে উঠছে তাকে ঘিরে রেখেছেন নিকটতম স্বজনেরা।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর জায়েদ বলেন সোমবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালায় মঙ্গলবার সকাল থেকে তারা দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেন ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে লাশটি উদ্ধার হয় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিকাল তিনটায় তার গ্রামের বাড়ি একতারপুরে স্থানীয় কবরস্থানে তার দাফন করা হয়।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments