
মোঃ আব্দুল আউয়াল বাবু,হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।
লালমনিরহাট জেলায় হাতীবান্ধায় আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় নির্মিত পঞ্চম পর্যায়ে জমিসহ গৃহ পেলেন ১৩১ টি পরিবার এবং সেনাবাহিনীর মাধ্যমে দুইটি ব্যারাক প্রতিস্থাপন করে ৭০ টি পরিবারসহ মোট ২০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১) জুন সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১৮৫৬৬ টি ভূমিহীন গৃহহীনদের মাঝে জমিও ঘর সহ গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় হাতীবান্ধা উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীর পক্ষে ২০১ টি গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য এই আশ্রয়ন প্রকল্প তৈরি করা হয়েছে।
বাংলাদেশে একটিও গৃহহীন ও ভূমিহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে হাতীবান্ধা উপজেলা প্রশাসন প্রথম পর্যায়ে ৪২৮ টি, দ্বিতীয় পর্যায়ে ৩০০ টি,তৃতীয় পর্যায়ে ৩১০ টি ও চতুর্থ পর্যায়ে ২৬৭ টি মোট ১২০৫ জনকে ইতিমধ্যেই ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
পঞ্চম পর্যায়ে ১৩১টি সহ হাতীবান্ধা উপজেলায় তালিকাভুক্ত ১৩৩৬ টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হলো।
এই ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম,সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান,হাতীবান্ধা থানার তদন্ত ওসি নির্মল চন্দ্র মহন্ত ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।