বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগচতুর্থ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন এস.এম মাহবুব উল আলম।

চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন এস.এম মাহবুব উল আলম।

অপু হাসান,লালমোহন,ভোলা নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ এস.এম মাহবুব উল আলম জেলায় চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

(সোমবার ১০ জুন) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন ও বিট পুলিশিংসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় লালমোহন থানার অফিসার ইনচার্জ এস.এম মাহবুব উল আলম কে জেলায় চতুর্থ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। পরে ওসি এস.এম মাহবুব উল আলম এর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা প্রশাসন ও অর্থ মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ বাবুল আখতার সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

অফিসার ইনচার্জ এস.এম মাহাবুব উল আলম জানান, আমি স্যারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যাদের সহযোগীতায় আমার এই অর্জন অর্থাৎ লালমোহন থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments