
মোঃ ফয়জুর রহমান,ফুলপুর(ময়মনসিংহ)নিজস্ব প্রতিনিধি।
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর উত্তরপাড়া জামে মসজিদের পাশে খান বাড়িতে অদ্য ১৩/৬/২০২৪ইং রোজ বৃহস্পতিবার বিকেলে একই পরিবারের সহোদর দুই ভাইয়ের তিন শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করিয়াছে।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নিহত শিশুরা হলো, মান্নাস আলীর মেয়ে নুসরাত (৮) রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮)ও ছেলে মেহেদী(৬)। পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায় নিহত শিশুরা বাড়ির পাশে খেলা করছিল তাদের পরিবারের লোকজন অনেকক্ষণ যাবত তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোথাও তাদের খুজে না পেয়ে তাদের সন্দেহ হয়, পরে বাড়ির পাশের পুকুরে খুজনিতে গেলে তাদের মরদেহ পুকুরে বাসতে দেখেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা বাবা ও পরিবার এর লোকজন এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।