বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় সরকারি ঈদ উপহারের বরাদ্দকৃত ৩০ কেজি চালের বস্তা জব্দ ।

গলাচিপায় সরকারি ঈদ উপহারের বরাদ্দকৃত ৩০ কেজি চালের বস্তা জব্দ ।

শিশির হাওলাদার, গলাচিপা(পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী শনির বাজার এলাকায় একটি দোকান থেকে সরকারি ঈদ উপহারের বরাদ্দ কৃত ৩০কেজি চালের ১০ বস্তা স্থানীয়দের সংবাদের ভিত্তিতে জব্দ করে এবং দোকানের মালিককে আটক করে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে ১৩ই জুন বৃহস্পতিবার রাত ১১টায়। স্থানীয় জনগন তুলাতলী শনির বাজারে একটি চায়ের দোকানের পিছনে সরকারি ৩০ কেজি চালের ১০ বস্তা দেখতে পায়। স্থানীয়দের ভাস্য মতে জানা যায় ঐ দিন সরকার ঈদ উপহারের জন্য পানপট্টি ইউনিয়নে ১৬১৬ নামে ১০ কেজি হারে ঈদ উপহারের চাল বরাদ্দ দেয়। তারা আরো বলেন ঐ চাল ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মালেক হাওলাদারের সে সুফলভোগিদের চাল না দিয়ে ঐ দোকানে রাখতে পারে। এবিষয়ে মেম্বার মালেক হাওলাদার বলেন এই চালের বিষয়ে তিনি জানেন না তবে তিনি শিকার করেন চারজনকে তিনি চাল দিতে পারেননি সিলিপ থাকা সত্ত্বেও।

স্থানীয়দের দাবি মেম্বার মালেক হাওলাদার স্বজনপ্রীতি ও সরকারের সকল সুযোগ সুবিধা একই ব্যাক্তিরা বারাবার পেয়ে থাকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments