বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ার শেরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার শেরপুরের গজারিয়া গ্রামে ১৫ জুন শনিবার সকালে মুকুল সরকার (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের শামসুল সরকারের ছেলে।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের মুকুল সরকার রাতের খাবার খেয়ে গড়মে অতিষ্ঠ হয়ে শুক্রবার রাত ১০টার দিকে বাড়ী থেকে বের হয়। রাতে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজা খুজি করে। পরে শনিবার ভোরে স্থানীয় লোকজন ফজর নামাজ পড়ে বাজারে আসলে খোকনের দোকানের পেছনে একজনকে পড়ে থাকতে দেখে। পরে সেখানে গিয়ে মুকুল সরকারে মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments