বাড়িবাংলাদেশেখুলনা বিভাগরামপাল থানা পুলিশের বিশেষ অবিযানে বিদেশি মদসহ গ্রেফতার ৩.

রামপাল থানা পুলিশের বিশেষ অবিযানে বিদেশি মদসহ গ্রেফতার ৩.

মোংলা(বাগেরহাট)বিশেষ প্রতিনিধি:

রামপাল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অবিযানে গোপন তথ্যের ভিত্তিতে রামপাল অফিসার ইনচার্জ সোমেন দাস এর তত্ত্বাবধানে এসআই লিটন কুমার বিশ্বাস এর নেতৃত্বে একটি চৌকস ফোর্স সহ শুক্রবার রাতে তাং২১/০৬/২০২৪ রামপাল থানা চেকপোস্ট ডিউটি পরিচালনা কালে রামপাল থানা দিন রামপাল সাকিনস্থ হাজী এনায়েতুল্লাহ মাদ্রাসার সামনে তিন রাস্তার মোড় এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে থাকা তিন জনকে গ্রেফতার করে রামপাল থানা পুলিশ। এসময় তাদেরকে তল্লাশি চালিয়ে দেশি ও বিদেশী মদ সহ আটক করে।আটককৃতরা হলেন তুহিন সিকদার(২৪)পিতা -আনসার শিকদার,গ্রাম-শ্রীফলতলা, গাজী ইমরুল কায়েস (২৬)পিতা-আঃমাজেদ গাজী গ্রাম-শ্রীফলতলা, মনোজিৎ ঢালী (২৬)পিতা – মনোরঞ্জন ঢালী,গ্রাম – ওরাবুনিয়া তাদের কাছ থেকে তিন বোতল বিদেশী মদ ও এক বোতল দেশি মদ মদ তৈরির সরঞ্জামসহ আটক করে রামপাল থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্য বিক্রয়ের কাজে নিয়োজিত একটি TV’S stryker 125cc মোটরসাইকেল জব্দ করা হয়। রামপাল থানা অফিসার ইনচার্জ সৌমেন দাস জানান আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর উক্ত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments