বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় প্রবীণ ফুটবলারদের নিয়ে সোনালী অতীত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গলাচিপায় প্রবীণ ফুটবলারদের নিয়ে সোনালী অতীত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শিশির হাওলাদার গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপা ও দশমিনা দুই উপজেলার প্রবীণ কৃতিমান ফুটবল খেলোয়াড়দের নিয়ে। সোনালী অতীত ক্লাবের উদ্যোগে শুক্রবার শেখ রাসেল স্টেডিয়ামে বিকাল ৪ টায় প্রীতি ফুটবল খেলার আয়োজন করে গলাচিপা ক্রীড়া সংস্থা। এসময় প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কোচিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা,  গলাচিপা সাবেক ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও ক্রিয়াবিদ মোঃ সোহরাব হোসেন ,অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ (স্যার), পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস,প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হাসান মিল্টন, বণিক সমিতির সেক্রেটারি তাপস কুমার দত্ত সহ স্থানীয় সুধীবৃন্দ। প্রবীণ ক্রিয়া ব্যক্তিদের খেলা উপভোগ করতে উপজেলার শত শত ক্রীড়াপ্রেমী জনতা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খেলা উপভোগ করেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রীড়া সংস্থার সেক্রেটারি আবু বক্কর শিবলী এবং ক্রীড়াবিদ মোঃ সাহিন আজাদ ও উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি বৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments