বাড়িবাংলাদেশেনরসিংদীতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা  প্রতিষ্ঠান প্রধানদের  নিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজের হল রুমে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহাঃ মোবারুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) অনজন দাশ বি পি এ এ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.  মাসুম বিল্লাহ।  বক্তব্য রাখেন ব্রাহ্মন্দী গালর্স কলেজের অধ্যক্ষ আলতাব হোসেন নাজির,পৌলানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  মজিবুর রহমান  প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের দক্ষতার বৃদ্ধির জন্য  প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বর্তমানে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে।  এখন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন কারিকুলাম সম্পর্কে যে ভুল ধারণা ছিল তা ভেঙ্গে যাবে। শিক্ষার্থীদের প্রাইভেট পড়া ও গাইট বইয়ের প্রতি নির্ভরশীলতা কমে যাচ্ছে।  পরীক্ষার নিয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, সেই  ভয়  নেই।  শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশ গ্রহণ করছে।

শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করে নরসিংদী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস। মতবিনিময় সভায় সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপার অংশ গ্রহন করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments