বাড়িবাংলাদেশেহালুয়াঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল পুলিশ হেফাজতে

হালুয়াঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল পুলিশ হেফাজতে

ফয়জুর রহমান ফুলপুর(ময়মনসিংহ)নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়া ঘাটে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় হালুয়াঘাট থানা পুলিশ। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মা এ অভিযোগ দায়ের করেন। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে ঈসমাইল বলেন অভিযোগকারী তরুণী তার দ্বিতীয় স্ত্রী ছিল। তবে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ঈসমাইলের  ছোট ভাই এনামুল হাসান বলেন গত বছর দ্বিতীয় বিয়ে করেছিল ঈসমাইল। প্রথম স্ত্রীর চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয়। সেই ক্ষোভে এমন অভিযোগ আনা  হয়েছে। এ ব্যাপারে থানায় মিটিং চলছে। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বলেন ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হলেও এখন জানা গেছে সে তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদি তিনি বিয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেন তাহলে বিষয়টি ভিন্ন রকম হবে। তবে এখনই এ বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments