বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগনোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪জনের মৃত্যু

নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪জনের মৃত্যু

 মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ও সোনাইমুড়ীতে পৃথক সড়ক দূর্ঘটনায় মা ছেলে শিশুসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকালে নোয়াখালী- ফেনী মহাসড়কের দোকান ঘর এলাকায় স্টার লাইনের বেপরোয়া গতির একটি বাস রং সাইটে এসে সিএনটি অটোরিক্সাকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) ও চাচাতো ভাইয়ের স্ত্রী শাহিনা আক্তার(৪০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১২ বাসযাত্রী আহত হয়।

খবর  পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করে।

এর আগে শুক্রবার সন্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী সোনাইমুড়ীর পূর্ব দৌলতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে শিশু মো.হামজা (৭মাস) নিহত  ও সিএনজি চালকসহ ৩ যাত্রী গুরুত্বর আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments