
শিক্ষানবিশ প্রতিদিধি ধামরাই ঢাকা :
২৮আগস্ট রোজ বুধবার সকাল থেকে ধামরাইয়ের ঢুলিভিটায় অবস্থিত একমি কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ করে। তারা দীর্ঘদিন ধরে অল্প বেতনে চাকুরী করে আসছে, শ্রমিকরা জানান তাদের দৈনিক হাজিরা ২৫০ টাকা যা বর্তমান বাজারে খুবই নগণ্য। দ্রব্যমূল্যের দামের ঊর্ধগতি থাকলেও বাড়েনি তাদের মজুরি।অনেকবার আন্দোলন করলেও সফলতা অর্জন করতে পারেনি স্থানীয় রাজনীতিবিদদের নাক ছিটকানোর কারণে। তাছাড়াও শ্রমিকদের মধ্য থেকে কয়েকজন রয়েছেন যারা ম্যানেজমেন্টের হয়ে শ্রমিকদের উপর বিভিন্ন জুলুম নির্যাতন করেছেন, লিজা(৪০) বিক্রমপুর এলাকার এমন একজন শ্রমিকের সম্পর্কেও ভুক্তভোগীরা বলাবলি করছেন । তিনি অফিসারদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন সময় শ্রমিকদের নির্যাতন ও করেছেন। এরকম হাজারো প্রতিবাদী শ্রমিকদের মাঝখান থেকে দু একজনের জন্য আন্দোলন পূর্বে সফলতা লাভ করতে পারেনি। বর্তমানে দেশের স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি তুললে আন্দোলন বেগবান হয়। অফিসারগণ তাদের দাবির আশ্বাস দেন এবং সময় চান, শ্রমিকরা তাদের কোনো সময় না দিয়ে আন্দোলন চালাতে থাকেন পরবর্তীতে কর্তৃপক্ষ তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য হন। শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০করবেন বলে আশ্বাস দেয়া হয়। সাথে সাথে সকল শ্রমিকদের মুখে হাসি ফুটে ওঠে এবং তাদের পরিবার সহ সকলেই একমি কোম্পানির এই সিদ্ধান্তকে স্বাগত জানান। বর্তমান দ্রব্যমূল্যের পরিবর্তনের সাথে শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেতন বৃদ্ধি একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে সকলে মনে করছেন।