
এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি
বিশ্ব নবীর জন্ম দিন, আজ আমদের ঈদের দিন এই স্লোগানকে সামনে রেখে আমতলী উপজেলা প্রশাসনের উদ্দেগে বরিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব নবীজির জীবনী কর্ম,ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশ্রাফ আলম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো,বোরহান উদ্দিন মাসুম তালুকদার, জাহিদুল ইসলাম মিঠু মৃধা, আসাদুলজাম্মান মিন্টু মল্লিক, রফিকুলইসলাম রিপন, এডভোকেট মনিরুল ইসলাম মনির,সোহেলী পারভীন মালা উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক সম্পাদক এস এম নাসির মাহমুদ, আমতলী রিপোর্টস ইউনিটির সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, স্কুল ও, মাদ্রাসার,মসজিদের ইমাম গন।সভায় নবীজীর পবিএ জীবনী,কর্ম ও শিক্ষা বিষয়ক আলোচনা ও দোয়া শেষে আনন্দ শোভা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ আনন্দ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্রীয় জামে মসজিদ চত্বরের এসে শেষ হয় আমড়াগাছিয়া খানখায়েহে সালেহিয়া দ্বীনিয়া মাদরাসার ,হাজার হাজার ছাএ ও ধর্ম প্রান মুসলমান অংশ নেন। অন্য দিকে আমতলী বন্দর হোসাইনিয়া ফাযিল মাদাসা উদ্দেগে অধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ হাওদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর আগমন – জন্ম দিনের আনন্দ এ যেন আশেকে রাসুল মুমিনদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ।