বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাআমতলীতে নেশা করা কে বাধা দেওয়ার মারধর, আহত – ১

আমতলীতে নেশা করা কে বাধা দেওয়ার মারধর, আহত – ১

এস এম নাসির মাহমুদ, আমতলী( বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উওর খেকুয়ানী গ্রামে নেশা করায় বাধা দেওয়ার প্রতিপক্ষ কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ১৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় স্হানীয় সোমবার বাজার সংলগ্ন সমিলে বসে স্হানীয় বকটে গাজা সেবনকারী ফয়সাল ও তার সহযোগীরা গাজা সেবন করা দেখে স্হানীয় মোসলেম কাজীর ছেলে নাসির কাজী তাদেরকে বাধা দেয়,,এতে ক্ষিপ্ত হয়ে জাহিদুলের ছেলে ফয়সাল( ১৮) নাজেম ডাক্তারের ছেলে জাহিদুল( ৪০) জাহিদুলের স্এী নিলুফা (৩৫) নাসির কাজীকে বেধরক মারধর করে,হত্যা উদ্দেশ্য মাথায় লোহার রডের আঘাতে নাসির কাজী অজ্ঞান হয়ে পরলে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী সদর হাসপাতালে ভর্তি করে।

আমতলী থানার ওসি সাওয়াকত হোসেন তপু বলেন, ঘটনার কথা শুনছি অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments