
এস এম নাসির মাহমুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি
বগুনার জেলার আমতলী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন খান ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে নির্বাচিত হয়েছেন আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি, কর্মচারী, শিক্ষার্থীরা ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে, শ্রেষ্ঠ শিক্ষক মো জাকির হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারিগড়,আশা করি আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ভবিষ্যতে শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে আরো ও আমুল পরিবর্তন আনতে চেষ্টা করবো।