বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদুতে দূর্ণীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

লংগদুতে দূর্ণীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

তাজ মাহমুদ, লংগদু(রাঙ্গামাটি)নিজস্ব প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ইং রবিবার সকাল ১০ঃ০০ টায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), লংগদু এর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামটি এর সহযোগিতায়  এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মাওলানা ফোরকান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিচ ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান।

লংগদু উপজেলার ৪ টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ১ম পর্বে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় বনাম মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা অংশগ্রহন করে যাদের প্রতিযোগিতার বিষয় ছিল তথ্য ও প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দূর্ণীতিমুক্ত দেশ গড়তে এবং মাইনীমুখ মডেল হাই স্কুল বনাম উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে যাদের বিষয় ছিল “শিক্ষা ও স্বাস্থ্য খাতে দূর্ণীতিই নাগরিক সেবা প্রাপ্তির অন্তরায়”।

১ম পর্ব শেষে মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা এবং মাইনীমুখ মডেল হাই স্কুল বিজয়ী হয়ে ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহন করে। চুড়ান্ত পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল সামাজিক০ আন্দোলনই দূর্ণীতিমুক্ত সমাজ গঠনের অন্তরায়। মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ও মাইনীমুখ মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা চুড়ান্ত পর্যায়ে পক্ষে বিপক্ষে বিতর্ক করে।

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা  চ্যাম্পিয়ন এবং মাইনীমুখ মডেল হাই স্কুল রানার্স আপ হয়। বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তার পুরষ্কার লাভ করেন মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও দলনেতা মোঃ মহিউদ্দীন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে পুরষ্কার বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন অর্পিত দায়িত্বে অবহেলা করাও দুর্নীতি। তারা  বলেন, দুর্নীতি রোধে সকলকে সচেতন থাকতে হবে। ২০৪১ সালের স্মার্ট জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান অতিথিরা। তারা বলেন, বিতর্কের মাধ্যমে যুক্তিনির্ভর, আত্মমর্যাদা ও সম্মানবোধের সৃষ্টি হয়। যুক্তিসঙ্গত কাজে স্বচ্ছতা ও ন্যায়বোধ জাগ্রত হয়। তারা আরো বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিককে যথাযথ দায়িত্ব পালনে ভুমিকা রাখতে হবে। এক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments