
মোঃ উজ্জ্বল মিয়া।কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধিঃ
কসবায় সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে রোজ সোমবার ৩০/০৯/২৪ তারিখ বিকেল ৩ টা থেকে শুরু হয়, কসবা উপজেলা মার্কেট চত্বরে,, ইসলামি সংস্কৃতিক সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, সাইমুম শিল্পী গোষ্ঠী,ঢাকা সিন্দবাদ শিল্পী গোষ্ঠী কুমিল্লা, তিতাস শিল্পী গোষ্ঠী ব্রাক্ষনবাড়ীয়া,ও কসবা আল আজহার মডেল মাদ্রাসার শিক্ষার্থাীরা, ুউক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষনবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব কাজী ইয়াকুব আলী, জেলা প্রচার সেক্রেটারী জনাব কাজী সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের প্রচার সেক্রেটারী জনাব আতাউর রহমান সরকার, কসবা উপজেলা আমীর জনাব ফরিদ উদ্দিন, কসবা পৌরসভা আমীর জনাব হারুনুর রশিদ, কসবা উপজেলা সেক্রেটারী শীবলি নোমানী, কসবা পৌর সেক্রেটারী মিযানুর রহমান, কসবা উপজেলা এসিঃ সেক্রেটারী জনাব মাসুদুর রহমান জাইদী প্রমুখ,ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যায় কসবার হাজারো মানুষের আগমন হয়,
উক্ত অনুষ্ঠানটি রাত ১০ টায় সমাপ্ত হয়