বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাটুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ও ব্যবসায়ী লিমন গ্রেফতার

টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ও ব্যবসায়ী লিমন গ্রেফতার

মোঃশান্ত শেখ।।টুংগীপাড়া(গোপালগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ইসলাম ও পাটগাতী বাজারের ব্যবসায়ী টিকটক সেলিব্রিটি শেখ লিমন কে রবিবার (৬ অক্টোবর) রাত ৩ টার দিকে পাটগাতী বাজার সোনালী ব্যাংকের তিন তলা ভবন থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, কিছুদিন যাবত বিএম তৌফিক ইসলাম ওই ভবনে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(৬ অক্টোবর) রাত ৩টায় যৌথ বাহিনী সেখানে অভিযান চালান।

গ্রেফতারকৃত বিএম তৌফিক ইসলাম শেখ পরিবারের রাজনৈতিক ঘনিষ্ঠজন। তিনি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। বিএম তোফিক টুঙ্গিপাড়ার নীতিনির্ধারক শেখ সম্পা’র (ভাবি) বিশেষ আস্থাভাজন ছিলেন।

গ্রেফতারকৃত অপরজন পাটগাতী বাজারের ব্যবসায়ী শেখ লিমন টিকটক সেলিব্রিটি হিসেবে পরিচিত। তিনি ফেসবুক এবং টিকটকে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস, উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বিএনপি জামাত নিয়ে বিষোদগার মূলক ভিডিও পোস্ট করে আসছেন বলে ধারণা করা হচ্ছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments