
মোঃ আশরাফ উজ্জ্বল মিয়া।। কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
গভীর ষড়যন্ত্র হচ্ছে, সারা দেশে শারদীয় দুর্গাপূজা কে কেন্দ্র করে। অস্থিতিশীল করার জন্য ফ্যাসিস সরকারের বিভিন্ন জায়গায় ঘাবটি মারা লুকিয়ে থাকা ধূসররা? দয়া করে কসবা উপজেলা ৪০টি পূজা মন্ডবে পাহারা বসিয়ে সুন্দরভাবে পূজা উদযাপন করতে কসবা উপজেলার যুবদলের অধীনস্থ একটি পৌরসভা দশটি ইউনিয়নের যুবদলের সকল নেতৃবৃন্দ কে কেন্দ্রীয় যুবদল, কসবা -আখাউড়া ২৪৬ এর আগামী জাতীয় সংসদ নির্বাচন এর প্রার্থী জননেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নির্দেশনা প্রদান করেন। ৮তারিখ হতে ১৩ তারিখ রাএ ১২টা পর্যন্ত,
সকল নেতাকর্মী সমর্থক কে সকল ইউনিয়ন ও পৌরসভা, পূজা মন্ডবের পাহারা দিয়ে সুন্দরভাবে পুজার উৎসব পালন করার জন্য সকল কে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।