বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকাপাসিয়ায় শীতলক্ষ্যার গর্ভে পাকা সড়ক

কাপাসিয়ায় শীতলক্ষ্যার গর্ভে পাকা সড়ক

মো মোজাম্মেল হোসেন ।।কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গত কয়েক দিনের প্রবল বর্ষণে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর তীর ঘেষা রাণিগঞ্জ-তারাগঞ্জ-নরসিংদী সড়কে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে ওই সড়কের উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট মুচিবাড়ি এলাকার পাকা সড়কটির বেশ কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমান এ সড়ক দিয়ে বিভিন্ন ধরণের যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন অত্যন্ত

ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। খুব দ্রুত ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা না নিলে এ সড়ক দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন।

সরেজমিনে দেখা যায়, দূর্গাপুর ইউনিয়নের রাণিগঞ্জ বাজার থেকে তারাগঞ্জ বাজার হয়ে চরসিন্দুর সেতু পর্যন্ত ১২ ফুট প্রশস্ত সড়কটির বেশিরভাগ অংশ শীতলক্ষ্যা নদীর তীর ঘেষে নির্মাণ করা হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন  কাপাসিয়া ও শ্রীপুর এলাকা থেকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা এবং সিলেট অঞ্চলের শত শত যাত্রীবাহী ও নানা পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে। রাণিগঞ্জ বাজার থেকে দেড় কি.মি দক্ষিণ ঘিঘাট মুচিবাড়ি এলাকায় নদীর পানির উপরের অংশ থেকে সড়কটি প্রায় ১৫ থেকে ১৬ ফুট উপর অবস্থিত। সাম্প্রতিক সময়ের প্রবল বর্ষণে সড়কের বেশ কিছু এলাকার মাটি ধসে নদীতে পড়ে যায়। এমনকি পিচ ঢালাই করা এ সড়কটির বেশ কিছু অংশের প্রায় অর্ধেকটাই ধসে নদীতে বিলীন হয়ে গেছে। ফলে যানবাহনগুলো বেশ সতর্কতার সাথে চলাচল করছে। তবে এ সড়কটি অপরিচিত যানবাহন চালকদের জন্য রাতের বেলা মারাত্মক হুমকি বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন।

এ সড়ক ভাঙ্গনের খবর পেয়ে কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কারের  জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়ার আশ্বাস দেন তিনি ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী  মো.মাঈনউদ্দিন জানান, অত্যন্ত ব্যস্ততম এ সড়ক ভাঙ্গনের  সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়  লোকজনের সহায়তায় অস্থায়ী বাঁধ দিয়ে সড়কটি সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া হচ্ছে  এবং বরাদ্দ পাওয়ার পর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments