
জেলা বিশেষ প্রতিনিধি,ঠাকুরগাঁও:
গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ও সামাজিক ভারসাম্যের বিষয়ে সন্ধিহান সাধারণ মানুষ। রাতের আধারে কেটে ফেলা হচ্ছে রাস্তার ধারে লাগানো গাছ, সূর্য ওঠার আগেই তা সরিয়ে ফেলা হচ্ছে।
এমন চিত্রই দেখা যায়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন ২ নং আখানগর ইউনিয়নের বোচাপুকুর সংলগ্ন এলাকায়। সরকারি ও বেসরকারি প্রণোদনায় রাস্তার দুই ধারে লাগানো গাছে সবুজ শ্যামল প্রকৃতির একাংশ হারিয়েছে তার সতেজতা।
নাম প্রকাশে অনিচ্ছুক, এলাকাবাসীর কয়েকজন জানান বিগত সরকারের শাসনামলে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা প্রকাশ্য দিবালোকে রাস্তার দুই ধারে লাগানো প্রায় ৪ (চার) কিলোমিটার রাস্তার গাছ কেটেছেন। সরকারের পতন হলেও পতন হয়নি অন্যায় ভাবে গাছ কাটার। রাতের আঁধারেই অবশিষ্ট গাছগুলো কেটে ফেলা হচ্ছে অদ্যাবধি। সরকারী সম্পদ রক্ষায় সরকারকেই এগিয়ে আসার আহবান জানান তারা।
কার ইন্ধনে এখনো এই গাছ গুলো কাটা হচ্ছে, কে বা কারা কাটছে, তা জানা সম্ভব হয়নি।