
অপু হাসান। লালমোহন (ভোলা)নিজস্ব প্রতিনিধি:
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সহধর্মিণী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের সুস্থতায় কামনায় ভোলার লালমোহন উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসর নামাজের পর লালমোহন পৌরশহরের করিম রোড জামে মসজিদে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও আহ্বায়ক মো. শহিদুল ইসলাম হাওলাদারের উদ্যোগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
এ সময় লালমোহন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্যাহ হাওলাদার, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল হাই হাওলাদার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সবুজ হাজারী, তারেক রহমান ঐক্য পরিষদ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং লালমোহন উপজেলা শাখার আহ্বায়ক মো. অহিদুল ইসলাম শাওন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আলী আকবর খোকনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।