
এস এম নাসির মাহমুদ ।।আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে জমি বিরোধ ও গরুতে খাষ খাওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষ কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।মারধরের আহত – ১ জন। মো,আফেজ হাওলাদার ছেলে আলতাফ হাওলাদার( ৬০)।থানার অভিযোগ সুএে জানা যায়,৭ অক্টোবর সোমবার বেলা ৩ টায় আলতাফ হাওলাদারের একটি গরু সরকারি রাস্তায় খাষ খাইতে গেলে মো চান মিয়া ও তার ছেলে রুবেল এতে বাধা দেয়,কথার কাটাকাটির এক পয্যায় তারা আলতাফ হাওলাদারকে বেদারক মারধর করলে তার মাথায় আঘাত লাগলে তার ডাক চিৎকারে স্থানীয় কালাম মৃধা ও হাবিব চৌকিদার তাকে উদ্ধার করে আমতলী সদর হাসপাতালে ভর্তি করে। পরদিন আলতাফ হাওলাদারের স্ত্রী শাহনাজ বাদী হয়ে আমতলী থানায় অভিযোগ করলে আমতলী থানা পুলিশ রুবেল কে আটক করে। আহত আলতাফ হাওলাদার জানান, চান মিয়া আমার কাছ থেকে জমির কটকবলা বাবদ টাকা নিয়েছে,আমাকে জমিও দেয় না আর টাকাও দেয়না। এ জন্য এ ঘটনা ঘটিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি সুবিচার দাবী করছি।