বাড়িবাংলাদেশেআরকান আর্মি  কর্তৃক আটক ৫ বাংলাদেশী জেলে কে ফেরত এনেছে বিজিবি

আরকান আর্মি  কর্তৃক আটক ৫ বাংলাদেশী জেলে কে ফেরত এনেছে বিজিবি

শামসুল আলম শারেক।। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদীর শাহপরীরদ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশী জেলেকে বিজিবির কূটনৈতিক তৎপরতায় ফেরত পাঠিয়েছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা।

৯ অক্টোবর(বুধবার) দুপুর দেড়টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ জেটি ঘাট নিয়ে এদের দেশে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

গত৭ অক্টোবর সোমবার দুপুরে এদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

ফেরত আসা জেলেরা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছিলেন, “ সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারেরর সদস্যরা জানিয়েছে একটি নৌকা যোগে নাফনদীতে মাছ ধরতে নামলে এদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের দিকে নিয়ে যান। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছিল। “

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি জানার পর মিয়ানমারের সাথে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এসব জেলেদের ফেরত আনা হয়।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের পশ্চিমা  অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল।

পরে মিয়ানমারের ও পারে সক্রিয় থাকা সংশ্লিষ্টদের সাথে কূটনৈতিক তৎপরতা মাধ্যমে যোগাযোগ  করা হলে বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিতে সম্মত হন।

বিজিবির এ কর্মকর্তা বলেন, “ আরাকান আর্মির সাথে আলোচনার পর বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফনদীর শূন্যরেখা যায়। সেখানে আলোচনার পর ৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। “

ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments