বাড়িবাংলাদেশেপীরগাছায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর-

পীরগাছায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর-

মোঃ জমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর(৭৫) মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার। এর আগে সকাল ৭টার দিকে লালমনিরহাট-সান্তাহার রেল সেকশনের পীরগাছার চৌধুরাণী-কান্দি সড়ক সংলগ্ন ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৭টার দিকে চৌধুরাণী-কান্দি রেলক্রসিং অতিক্রম করলে এক বৃদ্ধা নারীর ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা নাগাদ ওই ক্রসিং পার হচ্ছিল। এ সময় কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছিন্নভিন্ন মরদেহের কারণে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments