বাড়িবাংলাদেশেওসমানীনগরে যুবতির আত্মহত্যা

ওসমানীনগরে যুবতির আত্মহত্যা

মোজাক্কির আহমেদ নাজু ।।ওসমানীনগর (সিলেট)বিশেষ প্রতিনিধি।

ওসমানীনগরে ফাতেমা আক্তার এ্যানি(২০) নামের এক যুবতির আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার তাজপুর ইউনিয়নের দ্বিগর গয়াসপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

জানাগেছে, দ্বিগর গয়াসপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে ফাতেমা আক্তার এ্যানি গত ৮ অক্টোবর দুপুর দেড়টার দিকে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরী করেন ।

ডায়েরী নং ৩৯২। ১০ অক্টোবর এ্যানি পিত্রালয়ে আবার ফিরে আসার পর ১১ অক্টোবর জিডিটি প্রত্যাহার করা হয় বলে জানান, এসআই ওবায়দুল হাসান। গতকাল রোববার দুপুর ২টার দিকে এ্যানির চাচাতো ভাই ও বোনের জামাই দ্বিগর গয়াসপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাইয়ুম(৪০) এর তত্বাবধানে থাকা যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমানের তাজপুর স্কুল রোডস্থ বাসা আসমা ভিলার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

এসময় এ্যানির মা সালেহা বেগম(৫০) ও আব্দুল কাইয়ুম জানান, তারা বাসার বাইরে ছিলেন। খবর পেয়ে থানা-পুলিশ আসমা ভিলার কক্ষের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

তবে এ্যানির প্রায় ১৮ মাস আগে এক প্রবাসীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়ে ছিলো বলে জানান, এ্যানির দুলাভাই আব্দুল কাইয়ুম।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী নিশ্চিত করে বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments