
দিবজীৎ পাল অর্ঘ্য, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) শিক্ষানবিশ প্রতিনিধি :
ভোগান্তির শেষ নেই। প্রায় এক মাস ধরে ব্যাংকের একাউন্টে থেকে টাকা উত্তোলন করতে পারছে না সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
এই ব্যাংকে অনেক গ্রাহকদের চিকিৎসা বাবদ খরচ অনেকের টাকার প্রয়োজন তা সেটা উত্তোলন করতে পারছে না গ্রাহক। কেউ আবার নির্মাণ কাজ ধরেও আটকা। এমনই একজন গ্রাহকের সাথে কথা হয় দৈনিক প্রথম বাংলার আখাউড়া প্রতিনিধির সাথে জানাই তার ভোগান্তির কথা।
আরো জানায়, সে গ্রাহকে প্রতিবার ব্যাংকে গেলে ৫০০০ টাকা করে দিচ্ছে। তাও আবার কোনো কো্নো দিন দিচ্ছে ও না। এমতা অবস্থায় ব্যাংকের কর্মকর্তারা কাছে প্রশ্ন করলে। গ্রাহকের টাকা গ্রাহক উঠাবে সেখানে বাধা কোথায়। প্রশ্নের উত্তরে ব্যাংকের কর্মকর্তা জানায় তারল্য সংকট।
তারপর প্রতিবার বলা হয় ম্যানেজার কোথায়, ব্যাংকের কর্মকর্তারা জানায় ঢাকায় আছেন উনি। এমতা অবস্থায় ভোগান্তির শেষ নেই সোশ্যাল ইসলামীর ব্যাংকের এর গ্রাহকদের ।
আবার অনেকে এনেছে ধার করে টাকা সে টাকা দিতে পারছে না গ্রাহক। কারণ তার নিজের টাকা সে উত্তোলন করতে পারছে না।
দৈনিক প্রথম বাংলার প্রতিনিধি ব্যাংকের দ্বিতীয় ম্যানেজারের কাছে প্রশ্ন রাখলে। কবে ব্যাংক স্বাভাবিক হবে তার কোন প্রশ্ন উত্তর দিতে পারছে না ব্যাংকের সেই কর্মকর্তা।