
মো: জাকির হোসেন ।।খালিয়াজুরী ( নেত্রকোনা) শিক্ষানবিশ প্রতিনিধিঃ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামে ‘কৃষক গ্রুপ ‘ গঠন নিয়ে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে অন্তত আট জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারটার দিকে কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- ওই গ্রামের আলী হোসেনের ছেলে আলী হাসান (১৯), ফাহিম মিয়া (১৫), সোহাগ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৬), মহসিন মিয়ার ছেলে হাসিম মিয়া (১৫), কনা মিয়ার ছেলে রুহুল আমিন (৩৫), আক্কল আলীর ছেলে শুক্কুর আলী (৪২), আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া (৩২) ও মতিউর রহমানের স্ত্রী নাপিয়া বেগম (৩৫)। এদের মাঝে শুক্কুর আলী, রুহুল আমিন ও নাপিয়া বেগমকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ ও স্থানীয়রা।
তারা জানান, কৃষি সম্প্রসারণ অফিসের আওতায় গ্রামে ‘কৃষক গ্রুপ’ গঠন নিয়ে গত ১৫ অক্টোবর বিকেলে কৃষ্ণপুর বাজারে আলোচনায় বসেছিলেন স্থানীয়রা। তাদের মাঝে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি কর্মী কায়েস মিয়া এবং উপজেলা যুবদল নেতা শুক্কুর আলী ও তাদের লোকজন উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ওই দু’জনের দুটি পক্ষ কৃষক গ্রুপে পদ-পদবি নিতে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই জের ধরে রাত সাড়ে ১১টার দিকে তারা লাঠি-সোটা সংঘর্ষে জড়িয়ে অন্তত আট জন আহত হয়।
খালিয়াজুরী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান কেস্ট জানান, এ ঘটনার কথা শুনেছি। দলের অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে স্থানীয় ভাবে বসে ঘটনাটি মিমাংসা করার চেষ্টাও করব।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, এ ঘটনায় আহতদেরকে হাসপাতালে গিয়ে দেখেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।