বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় চাঞ্চল্যকর জোড়া মার্ডারের মূল আসামি গ্রেফতার।

বগুড়ায় চাঞ্চল্যকর জোড়া মার্ডারের মূল আসামি গ্রেফতার।

সাজেদুল ইসলাম রাসেল।। নিজস্ব প্রতিনিধি বগুড়া।

র‍্যাব-১২, বগুড়া’র অভিযানে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার। বগুড়া জেলার শাহজাহানপুর থানার সাবরুল ছোট মন্ডল পাড়ার ১৭টি হত্যা মামলার এজাহারনামীয় আসামী সাগর তালুকদার(৩৪), পিতা-গোলাম মোস্তফা তালুকদার, সাং-সাবরুল, তার সঙ্গী স্বপন প্রামাণিক(২৮),পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-সাবরুল হাটখোলাপাড়া ও মোঃ মোক্তার (২৮), পিতা-মোঃ আনসার আলী, সাং-সাবরুল কারিগরপাড়া, সর্বথানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগণ গত ২২/০৯/২৪ ইং তারিখ অনুমান ৭.২০ ঘটিকায় মোক্তারের ব্যবহৃত মোটরসাইকেল যোগে দেসমা হোদ্দপুর গ্রামস্থ সাগর তালুকদারের পত্তন নেওয়া পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য যায়। পুকুর থেকে ফেরার সময় আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শফিকুল ইসলাম মন্ডল (৪৫), পিতা-মৃত আব্দুল গফুর এর বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকা আসামীগণ হাতে ধারালো চাপাতি, চাকু, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত মোটরসাইকেলের সামনে এসে পথ রোধ করে এবং তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপানো শুরু করে। এতে সাগর তালুকদারের মাথার সামনের বাম পাশে, ঘাড়ের পিছনের অংশে, হাটুর নিচে গিরার উপরে, কোমরের ডান পাশে, পিঠের উপরে উপর্যুপরি কোপ মেরে মাথার মগজ বের করে, রক্তাক্ত জখম করে এবং মৃত্যু নিশ্চিত করে। উক্ত হত্যান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments