
মোঃ আমিরুল ইসলাম(আকন)। দাগনভূঞা(ফেনী) শিক্ষানবিশ প্রতিনিধি।
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাতুভূঞা ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের মোমারিজ গ্রামে…. আজ ১৯ শে অক্টোবর রোজ শনিবার বিকেল ৫ টায়….
আনু মিয়াজি বাড়ী ও আবিদ মৌলভী বাড়ী ২টি মসজিদ ভিত্তিক পাঠাগার উদ্বোধন হয়। কোরআন তেলাওয়াত করেন শিবির কর্মী হাফেজ মোঃ রাসকি।
ইসলামী সংগীত পরিবেশন করেন…ছাত্র শিবিরের ৭ নং মাতুভূঞা ইউনিয়ন উত্তর সভাপতি মোহাম্মদ হাদিউজ্জামান।
পাঠাগার উদ্বোধন করেন…প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারিফেনী জেলা (দাগনভূঁইয়া,-সোনাগাজী) উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জনাব, ডাঃ ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা সম্মানিত সেক্রেটারি কামাল পাটোয়ারী।
সভাপতিত্ব করেন….৭নং মাতুভূঞা ইউনিয়ন আমীর মাওলানা নুরুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং মাতুভূঞা ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হালিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন…ছাত্রশিবির দাগনভূঞা মডেল শাখার সভাপতি মোহছেন উদ্দিন মিরাজ।আরো উপস্থিত ছিলেন সিলোনীয়া মডেল শাখার সভাপতি জাহেদুল ইসলাম মাতুভূঞা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নাসির উদ্দিন।পল্লী ডাক্তার মোঃ খোকন সহ অনান্য দায়িত্বশীল বৃন্দ।