
অপু হাসান, লালমোহন (ভোলা)
জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মেদ বলেছেন, নির্যাতন, হত্যা ও গুমের কারণে আওয়ামীলীগের পতন হয়েছে।
বিএনপির একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল, এই দলে কখনো কোন অন্যায় কাজের সমর্থন করে না, যারা অপরাধ করে তাদের কেউ ছাড় দেওয়া হয় না।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এলাকায় কোনো ধরণের চাঁদাবাজি ও মানুষের উপর কোনো অত্যাচার নির্যাতন করা যাবে না। যদি কেউ এসব করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।বর্তমানে যে যেই পেশার সাথে আছেন সেখানে মনোযোগ দিয়ে কাজ করুন, মনে রাখবেন আমরা (বিএনপি) এখনো ক্ষমতায় আসিনি, কবে নির্বাচন হয় তার ঠিক নাই। সুতরাং সকলের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের মন জয় করার চেষ্টা করুন।
বুধবার (২৩ অক্টোবর ) ভোরে লালমোহন নাজিরপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় লঞ্চঘাটে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন নাজিরপুর লঞ্চঘাট এলাকা।
সেখান থেকে বদরপুর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহরম মাহবুব হোসেনের কবরের জিয়ারত করেন এবং তার পরিবারকে বিভিন্ন সান্তনামূলক আশ্বাস দেন ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ ফরিদ প্রিন্সিপাল, যুগ্ম আহবায়ক , পৌরসভার বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু,লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।