
ইনামুল হক ।। বদরগঞ্জ (রংপুর)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা প্রভাব,উত্তরের জনপদ বদরগঞ্জে ও পরেছে। গতকাল সন্ধান হতে পুরো আকাশ ঘনকালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে এবং মাঝে মাঝে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি হচ্ছে।
এ দিকে কৃষকের কপালে চিন্তার ভাজ দেখা যাচ্ছে।কারন এরে মধ্যে কৃষকেরা শীতকালীন ফসল বোনা শুরু করেছে এবং অনেক কৃষকের আমন ধান মাটে পেকে গেছে।