বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায়, সেলবরষ ইউনিয়নের বিএনপির ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আসাদের উপর হামলা, হাসপাতালে...

ধর্মপাশায়, সেলবরষ ইউনিয়নের বিএনপির ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আসাদের উপর হামলা, হাসপাতালে ভর্তি। 

ধর্মপাশা,  সুনামগঞ্জ  নিজস্ব প্রতিনিধি।

ধর্মপাশার উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে ৪ জন।মাসখানেক আগে উপজেলার সেলবরষ ইউনিয়নের মহিষখালি বাজার সংলগ্ন মাঠে ফুটবল খেলা নিয়ে দু পক্ষের ঝগড়া হয়।বিষয় টি তাৎক্ষণিক ভাবে সলপ গ্রামের শাকিলুর রহমান(২০) মান্না ও স্থানীয় কয়েকজন তরুণসহ শিশুদের এ ঝগড়াটি মিমাংসা করেদেন।

গত রবিবার (২০অক্টোবর) রাতে উক্ত ইউনিয়নের নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।সভা চলাকালীন সময় রাত ১০ টার দিকে মাঠের উত্তর পাশের সড়কে শাকিলুর রহমান মান্না (২০)কে একা পেয়ে, মাসখানেক আগে ফুটবল খেলা নিয়ে ঝগড়াটি সঠিক বিচার করিসনি বলে, উত্তর সলপ গ্রামের আমাননূর(২০) রাসেল(২১)উত্তরবীর গ্রামের সাদ্দাম ২৩-আহাদুর(১৮)রাজা মিয়া(২৩)সহ ১০/১২ তাকে মারধর করে।শাকিলুর রহমান মান্নার বড় ভাই শাকিবুর রহমান সহ আরো কয়েক জন সেখানে গিয়ে তাকে মারধর করার বিষয় টি জানতে চায়।বিষয় টি জানতে চাওয়ায় রাত ১১ দিকে উত্তরসলপ গ্রামের নূরুল হক(৫৫) ও উত্তর বীর গ্রামের ধন মিয়া(৩৫) সহ সঙ্গে থাকা ১৫/২০ জন আসাদুজ্জামান, জমসেদ,রবিনকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তাদেরকে ভর্তি করা হয়।

এ বিষয়ে জড়িতদের সঙ্গে কথা সম্ভব হয়নি। ধর্মপাশা থানার এস আই মিজানুর রহমান, জানান, উক্ত ঘটনার একটি লিখত অভিযোগ আমরা পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments