বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বাউফলে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোঃ ফোরকান, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল মদিনাতুল উলুম নূরানী হাফিজি ক্যাডেট মাদ্রাসার আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে দিন ব্যাপী বাউফল মদিনাতুল উলুম নূরানী হাফিজি ক্যাডেট মাদ্রাসা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বাউফল উপজেলা ও পটুয়াখালী জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জামিলুল কুরআন ফাউণ্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি তারিক জামিল ফয়েজি, ইসলামি আন্দোলন বাংলাদেশের বাউফল শাখার সভাপতি ও বাউফল সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম, ফজলুল হক ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও আল হিকমা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আইয়ুব বিন মুসা, বাউফল মদিনাতুল উলুম নূরানী হাফিজি ক্যাডেট মাদ্রাসার পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা আনিচুর রহমান প্রমুখ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments