বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাকাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত: কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা।

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত: কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা।

মোঃ তারিকুল ইসলাম, হোমনা।

কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ দেবিদ্বার উপজেলার আবুল বাশারের ছেলে এবং মেঘনা উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহায়ক ছিলেন। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে তিতাস উপজেলার উত্তর আকালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম আজাদ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আকিজ কোম্পানীর একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিহতের চাচা মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে তিতাস থানায় অভিযোগ করেন। পুলিশ দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট ঢাকা মেট্রো-অ ১৪-২৬২৬ নম্বরের কাভার্ডভ্যানটি আটক করেছে।

তিতাস থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছে। হোমনা উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments