বাড়িবাংলাদেশেঢাকা বিভাগ  শিবপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

  শিবপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও নারী পুরুষ সহ ৬ জন নিহত হয়েছে।  শনিবার  দুপুরে ইটাখোলা- মঠখোলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে পৌঁছলে ইটাখোলা গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে  ঘটনাস্থলেই সিএনজির চালকসহ  ৬ জন  মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে।

তাদের পরিচয় জানার কাজ করা চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments