বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলামোহনগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মোহনগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মোঃ জিয়ান, মোহনগঞ্জ, (নেত্রকোনা) প্রতিনিধি।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা যুবদল আলোচনা সভার আয়োজন করে।

রবিবার মোহনগঞ্জ রেলওয়ে ষ্টেশন সংলগ্ন মাঠে উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির আহবায়ক সেলিম কার্ণায়েন। সদস্য সচিব টিপু সুলতান, পৌর বি এন পির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদল সদস্য সচিব মো: তোফাজ্জল হোসেন জীবন

আর ও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বি এন পির সভাপতি মো: শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন তালুকদার বি এন পি নেতা ভিপি জাহাঙ্গীর। সন্ঞ্চালনা করেন, জহিরুজ্জামান খান রনি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল ও সার্থক করতে উপজেলায় ৭ টি ইউনিয়ন থেকে ও পৌর শহরের সব কয়টি ওয়ার্ডা থেকে সকাল থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সভা স্থলে জড়ো হন যুবদলের নেতা কর্মীরা দুপর ১২ টায় সভাস্থলে যুবদল বি এন পির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন। এ সময় প্রতিটা মিছিলে স্লোগান দিতে শোনা যায় মোহনগঞ্জ এর মাটি বি এন পির ঘাটিঁ, মোহনগঞ্জ এর মাটি বাবর সাহেব এর ঘাটিঁ। এবং সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবরের মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন। সভা মন্ঞ্চ থেকে উল্লেখযোগ্য বক্তব্য রাখেন সেলিম কার্ণায়েন,তিনি তার বক্তবে বলেন, যে মাসে বি এন পির জন্ম হয়েছে তার ১ মাস পরেই যুবদল সৃষ্টি করেন সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান। তিনি আরও বলেন, সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ এর কোনো মিটিং মিছিল করতে দেখা গেলে তাৎক্ষণিক তা প্রতিরোধ করা হবে। মোহনগঞ্জ উপজেলায় ছাত্রলীগ এর কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments