বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন...

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কটিয়াদী উপজেলা যুবদল।

এ.এস.এম হামিদ হাসান ।। কটিয়াদী, কিশোরগঞ্জ নিজস্ব প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায়, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিলের নেতৃত্বে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিভিন্ন সামাজিক ও সমাজ সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করে। এসময় দলটির কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষধ বিতরণ করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় একটি দলীয় সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তব্য রাখেন, কটিয়াদি পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাজিদুর রহমান সজল, ডঃ জোহরলাল রায়। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর, ইউনিয়ন সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নেতারা বলেন দেশ আজ এক সংকটময় মুহূর্তে অতিবাহিত করছে, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরো সুসংগঠিত করে সামনের কঠিন পথ অতিক্রম করতে হবে। একটি গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়ে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এবং তরুণ রাষ্ট্র নায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যুবদলকে আরো সুসংগঠিত করে একটি সু-শৃংখল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। পরবর্তীতে বাংলাদেশে যেন আর কোন ফ্যাসিস্ট, স্বৈরশাসকের প্রেতাত্মারা পুনর্জীবিত না হতে পারে সেদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানায় যুবদলের নেতৃবৃন্দ ‌।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments